আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোতে মেট্রো ট্রেনের একটি ওভারপাস আংশিক ধসে সড়কে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাতে মেক্সিকো সিটির দক্ষিণপূর্বে এ দুর্ঘটনায় আরও ৭০ জন আহত হন। রয়টার্স।
দুর্ঘটনার পরপরই শহরের মেয়র ক্লডিয়া শিনবোম ঘটনাস্থলে ছুটে যান। “দমকল কর্মী, জনসুরক্ষায় নিয়োজিত কর্মীরা কাজ করছেন। শিগগিরই আমরা আরও তথ্য দিতে পারবো,” টু্ইটারে দেওয়া এক পোস্টে লিখেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দমকল ও জরুরি মেডিকেল কর্মীদের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করতে দেখা গেছে।