বাংলার আয়না

৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

মেয়াদ বাড়তে পারে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ডোমিঙ্গোর

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পরই শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ানে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের আগে সর্বশেষ দশ ম্যাচে বাংলাদেশ দল কোন জয় না পাওয়ায় সম্প্রতি দক্ষিণ আফিকান ডোমিঙ্গোর পারফরমেন্স নিয়ে আলোচনা শুরু হয়। দলের পারফরমেন্সের জন্য খেলোয়াড়দের ভুলের দিকে আঙ্গুল তুলেছেন বিসিবি সভাপতি। পাপন বলেন,‘এখানে ২-৩টি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে চুক্তি নবায়ন করা হবে কি-না! এটা একটা বিষয়। বিষয় বিষয় হচ্ছে, আমরা নবায়ন যদি না করি। আমাদের বিকল্প থাকতে হবে।’

ডোমিঙ্গোকে নিয়োগ দানের কয়েক দিনের মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্টে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ দল। এরপর ভারত ও পাকিস্তানের কাছে সিরিজে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। ডোমিঙ্গো অধীনের তিন ফর্মেটে ৩১ ম্যাচের মধ্যে ১৮টিতে পরাজিত হয় বাংলাদেশ।

Scroll to Top