বাংলার আয়না

যা দেবে, তা–ই নিলে অভিনয় করতে পারবেন রিয়া

বিনোদন প্রতিবেদক
সময়টা মোটেও ভালো কাটছে না বলিউডের তারকা রিয়া চক্রবর্তীর। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জন্য রিয়াকে পরোক্ষভাবে দায়ী করছেন সুশান্ত–ভক্তরা। সেই রোষ এখনো কাটেনি।

বলিউডে মাদককাণ্ডের জন্য বেশ কিছুদিন রিয়াকে জেলে কাটাতে হয়েছিল। এখন জামিনে মুক্ত তিনি। তবে এ ঘটনার প্রভাব পড়েছে রিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনে। জানা গেছে, বলিউডে কোনো কাজ পাচ্ছেন না তিনি। কোনো প্রযোজকই তাঁকে নেয়ার ঝুঁকি নিচ্ছেন না। কারণ, সুশান্ত–ভক্তরা বয়কট করেছেন রিয়াকে। তাঁকে কোনো ছবিতে নেয়া হলে সেই ছবিও বয়কট করবেন সুশান্ত–ভক্তরা!

গত এক বছর দুঃস্বপ্নের মতো দিন কাটাচ্ছেন রিয়া। তিনি যা-ই করেন না কেন, সব সময় সমালোচনার শিকার হন। অনলাইনে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। এখন বলিউডের চিত্রনির্মাতারাও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। রিয়াকে নিয়ে ছবি করতে ভয় পাচ্ছেন তাঁরাও। জানা গেছে, রিয়া এ মুহূর্তে হায়দরাবাদে। তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন কাজের খোঁজ করছেন। কারণ, এখান থেকেই রিয়া চক্রবর্তীর বড় পর্দায় ক্যারিয়ার শুরু হয়েছিল।

২০১২ সালে তেলেগু ছবি তুনিগা তুনিগা দিয়ে চলচ্চিত্রে আসেন রিয়া। দুঃসময়ে সেই তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিই তাঁকে স্বাগত জানিয়েছে। এক তেলেগু সুপারস্টার রিয়ার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এর জন্য রিয়ার সামনে একটি শর্ত রাখা হয়েছে। তা হলো, রিয়া বেশি পারিশ্রমিক দাবি করতে পারবেন না। যা দেয়া হবে, তা–ই নিতে হবে।

Scroll to Top