বাংলার আয়না

রাঙ্গামাটিতে শেষ হলো বৈসাবী উৎসব

সংস্কৃতিক প্রতিবেদক
১৪২৭ বাংলা সালকে বিদায় জানানো এবং ১৪২৮ বাংলা নববর্ষকে বরন করতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয় উপজাতীয়দের তিনদিন ব্যাপী নানা আয়োজন। এসময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আকর্ষনীয় ছিল ঐতিহ্যবাহী বৈসাবী উৎসব। তিন দিনের এই উৎসব রাঙ্গামাটির রাজবাড়ী ঘাটসহ অন্যান্য স্থানে ফুল ভাসানোর মধ্য দিয়ে সুচনা হয়।
উপজাতীয় বিভিন্ন গ্রুপের মাঝে এই উৎসবের বিভিন্ন নাম রয়েছে। চাকমা উপজাতিরা এই উৎসবকে বলে বীজু, তানচাঙ্গা উপজাতিরা এই উৎসবকে বলে বীসু, ত্রিপুরা উপজাতিরা এই উৎসবকে বলে বৈসু এবং মারমা উপজাতিরা এই ঊৎসবকে বলে সাংরাই। এতদ সত্ত্বেও বৈসাবী উৎসব কথাটি একটি সমন্বিত নাম। যেমন বৈসু থেকে বৈ, সাংরাই থেকে সা এবং বীজু থেকে বী নিয়ে নামটি হয়েছে বৈসাবী উৎসব। এতে সকল উপজাতির সম্মিলন ঘটায় উপজাতীয়দের এই উৎসব পরিণত হয় একটি প্রাণের মিলন মেলায়।

Scroll to Top