বাংলার আয়না

৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ক্রীড়া সাংবাদিকদের

ক্রীড়া প্রতিবেদক
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিবাদে অংশ নেন ক্রীড়া সাংবাদিকরা।

জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে রিপোর্টার, ফটো সাংবাদিক, ক্যামেরাপার্সনরা স্টেডিয়ামের টার্ফে ক্যামেরা, বুম প্রতিবাদস্বরূপ নিচে রেখে প্রতিবাদ জানান। এসময় বেশ কিছুক্ষণ হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান সাংবাদিকরা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা। এদিকে, সরকারি নথি চুরির অভিযোগে দায়ের করা মামলায় রোজিনা ইসলামের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

Scroll to Top