বাংলার আয়না

৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

শত্রু মোকাবিলায় সাগরে ডলফিন মোতায়েন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে লড়ছে রুশ বাহিনী। তাই শত্রুপক্ষের বিরুদ্ধে সজাগ থাকতে রাশিয়া ব্যবহার করছে প্রশিক্ষিত ডলফিন। কৃষ্ণসাগরের নৌঘাঁটিতে ডলফিন মোতায়েনের চিত্র স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। পানির নিচের হামলা থেকে রুশ নৌবহরকে রক্ষার জন্য মস্কো এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

সিভাস্তোপোল পোতাশ্রয়ের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ইউএস নেভাল ইনস্টিটউট (ইউএসএনআই) নিশ্চিত হয়েছে, মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর দিকেই (ফেব্রুয়ারি) দুটি ডলফিন ওই নৌঘাঁটিতে মোতায়েন করে।

সামরিক উদ্দেশ্যে ডলফিনকে প্রশিক্ষণ দেয়ার রাশিয়ার পুরোনো ইতিহাস রয়েছে। তারা জলজ স্তন্যপায়ীকে কোনো ক্ষতিকর বস্তু উদ্ধার বা শত্রুপক্ষের ডুবুরিদের প্রতিহত করতে ব্যবহার করেছে।

সিভাস্তোপোল নৌঘাঁটি রাশিয়ার সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। এটি ক্রিমিয়ার দক্ষিণে অবস্থিত। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয়। ইউএসএনআইর বিশ্লেষণ অনুযায়ী অনেক রুশ জাহাজ এখানে নোঙর করে। জায়গাটি ক্ষেপণাস্ত্র হামলার সীমানার বাইরে হলেও সমুদ্রের নিচ থেকে হামলার ঝুঁকি রয়েছে।

Scroll to Top