নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ মানুষের জীবন জীবিকা ও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।
মঙ্গলবার ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন মুজিব নগর ইউনিয়নে তেতুলিয়া নদীর তলদেশে ১০ কোটি টাকা ব্যয়ে পল্লীবিদ্যুতের সাব-স্টেশন এবং ১৮২ কোটি টাকা ব্যয়ে তেতুলিয়া নদী খনন প্রকল্পের কাজ উদ্ভোধনকালে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো: মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।