বাংলার আয়না

১৫ দিনেই আসছে রাশিয়া ও চীনা টিকা

নিজস্ব প্রতিবেদক
করোনা মোকাবেলায় রাশিয়া ও চীনা টিকার জন্যে বাংলাদেশকে আর সর্বেচ্চা দু’সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। এ্ররই মধ্যে রাশিয়া ও চীনা থেকে করোনার টিকা বাংলাদেশে এস পোঁছুবে। বাংলাদেশ রাশিয়ার টিকা স্পুতনিক ভি কোভিড-১৯ টিকা অনুমোদন দেয়ার পর চীনের সাথে আলোচনায় এই অগ্রগতি হয়েছ।

চীনের দক্ষিণ এশিয়া সংক্রান্ত জরুরী করোনা ভাইরাস টিকা সহায়তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার সাংবাদ মাধ্যামে এক ব্রিফিং এসব তথ্য জানান। তিনি বলেন, কাগজপত্র প্রস্তুত করে সঠিকভাবে প্রক্রিয়া করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। এসময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চায়না থেকে টীকা এসে পৌছুলে আমরা জরুরী ভিত্তিতে চায়নার টিকা ব্যবহারের অনুমোদন দেবো। তিনি বলেন, আমরা চীনা এবং রাশিয়ার টিকার দিকেই এগুচ্ছি।

Scroll to Top