বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

৮ হাজার টাকায় বিক্রি হলো ৫ কেজির দুই রাজা ইলিশ

চরফ্যাশন অফিস
ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৫ কেজির দুটি রাজা ইলিশ। বুধবার (৪ মে) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকার জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুটি ধরা পড়ে। একেকটির ওজনে আড়াই কেজির মত।

ইলিশ দুটি স্থানীয় আড়তে ৭ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। এদিন সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্যঘাটে এ ইলিশ দুটি ডাকে বিক্রি করা হয়।

গিয়াস উদ্দিন মাঝি গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকেল ৪টা পর্যন্ত নদীতে জাল ফেলে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে তাদের জালে ধরা পড়েনি। ইলিশ দুটি আড়তে নিয়ে ৭ হাজার ৯০০ টাকা বিক্রি করা হয়।

ওই ঘাটের আড়ৎদার মো. শাহিন জানান, গত ২-৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। তবে এ দুটি মাছ অন্যগুলোর তুলনায় কিছুটা বড় ছিল।

Scroll to Top