নিজস্ব প্রতিবেদক
মেয়াদউত্তীর্ণ কমিটিতে দ্রুত সম্মেলন দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন তিনি।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এসময় উপস্থিত ছিলেন। ১০-১৫ মিনিট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের এই শীর্ষ দুই নেতার সঙ্গে কথা বলেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, সোমবার মন্ত্রীপরিষদ বৈঠকের পরে নেত্রীর ( শেখ হাসিনা) সঙ্গে আমরা (সভাপতি-সাধারণ সম্পাদক) দেখা করেছি। নেত্রী আমাদের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে আল নাহিয়ান খান জয় বলেন, সাক্ষাৎকালে নেত্রী আমাদের কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য বলেছেন। একই সঙ্গে সারাদেশের যেসব কমিটি মেয়াদউত্তীর্ণ সেখানে কমিটি দিতে বলেন।
কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে জয় বলেন, এই বিষয়ে আপা (শেখ হাসিনা) কোনো নির্দেশনা দেন নি।