বাংলার আয়না

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে : ডা. এনামুর রহমান

নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, শেখ হাসিনার গতিশীল ও নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সরকারকে এখন আর বিদেশের কাছ থেকে সাহায্য নিতে হয় না। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।

শনিবার উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এসময় আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান এনডিসি, ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী, ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, পৌর মেয়র মো. মোরশেদ, প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

Scroll to Top