বাংলার আয়না

৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

পদ্মা সেতু জাতীয় অর্থনীতির পিলার

পদ্মা সেতুতে গত তিন দিনে (মঙ্গল, বুধ ও বৃহস্পতি ) ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা। এ হিসাব গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অন্যদিকে ঈদের আগের তিন দিন বঙ্গবন্ধু সেতু হয়ে এক লাখ ২০ হাজার ৩৫০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে নয় কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা। রবিবার (১০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য নিশ্চিত করেছে।

সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে নতুন আয়ের দ্বার উম্মোচন করেছেে পদ্মা সেতু। এটি এখন জাতীয় অর্থনীতির পিলারে পরিনত হয়েছে। তাই সরকারকে সকল বিপত্তি ও সমালোচনা কাটিয়ে আরো বড় বড় সেতু নির্মাণ করতে হবে।

Scroll to Top