বিনোদন প্রতিবেদক
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতকে স্মরণ করে হয়ে থাকে নাট্যদল প্রাচ্যনাটের ব্যতিক্রমী আয়োজন ‘লালযাত্রা’ নাটকটি।
একটানা ১০ বছর এটি অনুষ্ঠিত হলেও ২০২০ সাল থেকে এ নাটকের নিয়মিত প্রদর্শনী স্থগিত হয় করোনাভাইরাসের সংক্রমণের কারণে।
অবশেষে আবারো হচ্ছে ‘লালযাত্রা’। দুই বছর পর ২৫ মার্চ বিকাল ৫টায় হবে আয়োজনটি। বিষয়টি নিশ্চিত করেছে প্রাচ্যনাট।
দলটি জানায়, টানা দুই বছর বন্ধ থাকার পর আবারো শহীদদের স্মরণ করবে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত। এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হবে ‘লালযাত্রা’।
‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দ’র। এই অভিনেতা-গায়ক-নির্দেশক বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল- হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়।’ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে ।