বিনোদন প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বিরাট কোহলি ও অনুশকা শর্মার সংসারে নতুন অতিথি আসছে। আর অন্তঃসত্ত্বা অবস্থাতেই চলমান ক্রিকেট বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখলেন আনুশকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল একদম সকাল সকাল আমেদাবাদ পৌঁছে যান অনুশকা শর্মা। অল ব্ল্যাক লুকে তিনমাসের অন্তঃসত্ত্বা আনুশকা বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়াকে সমর্থন করতে উড়ে গেলেন আমেদাবাদ।
অন্যদিকে এদিন ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। সেখানেই গান গেয়ে মাতিয়েছেন অরিজিৎ সিং। তিনি ছাড়াও শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিংও ছিলেন।
অনুষ্ঠানের পর খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে পাকিস্তান। পরে সেই রান চেজ করতে নেমে অতি সহজেই মাত্র ৩০.৩ ওভারে লক্ষ্যপূরণ করে ভারত। আর এসবের মাঝেই গ্যালারিতে খোশমেজাজে দেখা গেল অনুশকাকে।
কোল জুড়ে আসতে চলছে দ্বিতীয় সন্তান! তবে এখনই সন্তান আসার কথা তারা জানাতে চান না। কিছু সময় পর তারা সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নেবেন বলেই তাদের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন।