বাংলার আয়না

‘আইন আমার অধিকার’ শীর্ষক সেমিনার পুনাকের

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ‘আইন আমার অধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল থেকে রমনায় পুনাক কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

পুনাক সহ-সভানেত্রী শায়লা ফারজানার সভাপতিত্বের সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। প্যানেলিস্ট ছিলেন পুনাকের সহ-সভানেত্রী মুনমুন আহসান ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।

প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী বলেন, বর্তমান সরকার নারী ও শিশুর নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তাপ্রাপ্তি নিশ্চিত করেছেন। আমরা এর সুফল পাচ্ছি। তিনি সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের বিষয়টি সহজিকরণের ওপর গুরুত্বারোপ করেন।

পুনাকের প্রশিক্ষণ সম্পাদিকা জীবুন নাহার ও আইন সম্পাদক ফাতেহ রশিদ এবং তাদের টিমের সদস্যরা এই কর্মশালার আয়োজনে দায়িত্ব পালন করেন।

Scroll to Top