ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রকোপে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
গত কিছুদিন ধরেই করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। এর প্রভাব পড়েছে আইপিএলেও। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছেন করোনায়। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এর আগের খবরে জানানো হয়েছিল, করোনা আক্রান্ত ঋদ্ধিমান সাহা। মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচ স্থগিত হতে পারে এমন শংকার মধ্যেই এই স্থগিতাদেশ এলা। হায়দ্রাবাদ দলের হয়ে আইপিএল-এ খেলেন বাংলার উইকেটরক্ষক। এর আগে টুর্নামেন্টের মাঝপথে এসে করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার।