বাংলার আয়না

আর্জেন্টিনা সেমিফাইনালে, ব্রাজিলের বিদায়

মেহেদী হাসান তুষার, দোহা, কাতার থেকে
বিশ্বকাপ ফুটবল কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের যুদ্ধ শেষ হয়েছে রাত ৩টা ৫০ মিনিটে । রাত ৯টায় ব্রাজিল-ক্রোশিয়া ও রাত ১টায় নেদারল্যাণ্ড-আর্জেন্টিনার খেলা শুরু হয়।

দুটি খেলাই ৯০ মিনিট, পরে বাড়তি ৩০ মিনিট এবং সর্বশেষ ট্রাইব্রেকারে গিয়ে গড়ায়।

প্রথম খেলায় ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপের শেষ আট থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল।

এদিকে টাইব্রেকারে নেদারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা।

Scroll to Top