বাংলার আয়না

ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। কারন সৌদি আরবে আগামী ২৭ জুন আরাফাতের দিন হবে। সে অনুযায়ী এর পরদিন অর্থাৎ ২৮ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১ মে) দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন। বিজ্ঞানীদের এমন তথ্যে ধারণা করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে বাংলাদেশে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি পত্রিকা আল-আরাবিয়ার এক খবরে জানানো হয়, চাঁদের গতিবিধি অনুযায়ী- আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যেদিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে। তবে সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। এ ব্যাপারে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেও পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

Scroll to Top