নিজস্ব প্রতিবেদক
আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সব অতীত পেছনে ফেলে নতুন কিছুর প্রত্যয়ে বর্ণিল সাজে আজ থেকে বদলে যাবে প্রকৃতি। আর কবির ভাষায় জানান দেবে ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
ভোরের আলো ফুটার সাথে সাথেই দেশবাসী শীতকে বিদায় জানাতে বসন্ত বরণে মেতে উঠবে। তাতে বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা। সকাল থেকেই ভিড় শুরু হবে ফুলের দোকানগুলোতে। ভোর থেকে জেগে উঠবে বসন্তের প্রধান উৎসবস্থল চারুকলার বটতলা।
বসন্তকে সামনে রেখে গ্রামবাংলায় মেলা, সার্কাসসহ নানা বাঙালি আয়োজনের সমারোহ থাকবে। ভালোবাসার মানুষেরা মন রাঙাবে বাসন্তী রঙেই। শীতের সাথে তুলনা করে চলে বসন্তকালের পিঠা উৎসবও। দিনটিকে আরো উপভোগ্য করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। গতকাল শাহবাগ ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে বিক্রেতারা ফুলের দামও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন।
এ উৎসব ঘিরে বসে নেই ফ্যাশন হাউজগুলোও। ফাল্গুন-ভ্যালেনটাইন ঘিরে তারা থ্রি-পিস, কেপ টপ, কাফতান, কুর্তি, শর্ট টপ, ক্যাজুয়াল শার্ট, কুর্তা, পলো, টিশার্ট, ডাই শার্টসহ সব ধরনের পোশাকে নানা রঙের মিশ্রণে তুলে ধরেছে বসন্তের বার্তা। এ ছাড়া হলুদ, সবুজ, কমলা, বেগুনি, জলপাই, লালসহ বিভিন্ন রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়াসহ বিভিন্ন ধরনের পোশাক দিয়ে সাজানো হয়েছে এবারের বসন্ত আয়োজন।