বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

এডিনবার্গের প্রাসাদে রাখা হলো রানির কফিন

আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে ২৮০ কিলোমিটার যাত্রা শেষে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে হলিরুডহাউসের রাজকীয় প্রাসাদে পৌঁছালো রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনবাহী গাড়িবহর। স্থানীয় সময় সোমবার তাকে প্রাসাদ থেকে নিকটবর্তী সেন্ট জাইলস ক্যাথেড্রালে পৌঁছে দেয়া হবে। পরে মঙ্গলবার বিমানে লন্ডনে নেয়ার আগ পর্যন্ত সেখানেই রাখা হবে রানির কফিন। বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রাল থেকে রানির মরদেহ আকাশপথে লন্ডনের বাকিংহাম প্যালেসে নেওয়া হবে। সেখান থেকে বুধবার মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন তার মরদেহ এখানেই রাখা হবে।

এ চার দিন সর্বসাধারণ রানির কফিন দেখার সুযোগ পাবে। তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন।

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

Scroll to Top