বাংলার আয়না

কাতার বিশ্বকাপে নিষিদ্ধের বিরুদ্ধে আপিল করবে রাশিয়া

ক্রীড়া প্রতিবেদক
ইউক্রেনে আক্রমণের কারণে ফুটবল থেকে রাশিয়া ও দেশটির সব ক্লাব নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বহাল থাকবে সেই নিষেধাজ্ঞা। এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই দ্বিমত পোষণ করেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন। আন্তর্জাতিক ফুটবল আইন অনুযায়ী এর বিরুদ্ধে আপিল করবে তারা।

কাতার বিশ্বকাপের প্লে-অফ বাছাইপর্বে পোল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল রাশিয়ার। ইউক্রেনে হামলার পর সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে খেলতে অনীহা প্রকাশ করে পোল্যান্ড। ফিফার নিষেধাজ্ঞার পর এবার কাতার বিশ্বকাপ থেকেই ছিটকে গেলো তাদের পুরুষ দল। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় রাশিয়ার একমাত্র স্পার্তাক মস্কো। উয়েফার নিষেধাজ্ঞায় কপাল পুড়ল তাদেরও। ফলে ইউরোপা লিগের শেষ ১৬ রাউন্ডে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে খেলতে পারছে না তারা।

এক টুইট বার্তায় শান্তি চেয়ে মস্কো জানায়, ‘ইউরোপা লিগ থেকে আমাদের বাদ দেয়ার সিদ্ধান্তটা হতাশার। আমরা বিশ্বাস করি, সবচেয়ে কঠিন সময়েও খেলাধুলার মাধ্যমে সেতু তৈরি করা উচিত, সেটাকে পুড়িয়ে ফেলা নয়। আমরা ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে মনোযোগ দেবো। আশা করি খুব দ্রুত শান্তি ফিরে আসবে, যা সবার প্রয়োজন|’

Scroll to Top