বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এ সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

১৬৫টি দেশ ও ২টি অঞ্চল নিয়ে তৈরি করা হয়েছে ২০২১ সালের এই সূচক। সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। আগের বছরেও একই স্কোর নিয়ে তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম। এর আগের বছর ছিল ৮০তম। এ হিসেবে সূচকে ধারাবাহিক উন্নতির পথে রয়েছে বাংলাদেশ।

সূচকে বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৪৬ ও ১০৪।

গত কয়েকবারের মতো এবারও ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ বিভাগেই রয়েছে বাংলাদেশ।

এবারের সূচকে শীর্ষ স্থানে আছে নরওয়ে। দেশটির স্কোর ৯ দশমিক ৭৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ফিনল্যান্ড। সুইডেন ও আইসল্যান্ড আছে চতুর্থ ও পঞ্চমে।

অপর দিকে তালিকায় সবচেয়ে পেছনে রয়েছে আফগানিস্তান (১৬৭তম)। দেশটির স্কোর শূন্য দশমিক ৩২। দেশটির আগে রয়েছে মিয়ানমার, উত্তর কোরিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।

Scroll to Top