বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

ঘন কুয়াশায় আকাশ সড়ক রেল যোগাযোগে বিপর্যয়

ইদ্রিস মাদ্রাজী
ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে দেশের অধিকাংশ এলাকা। সুর্যের আলোকরশ্মি কুয়াশার ভারি আস্তরন ভেদ করে চরাচরে উজ্জ্বলতা ছড়াতে না ছড়াতেই সন্ধ্যা নামছে। দৃষ্টিসীমা সীমিত হচ্ছে এই কুজ্ঝটিকার আবছায়ায়, সেই সাথে হাঁড়কাপানো শীত, আর কনকনে হিমেল হাওয়ায় মানুষের অবস্থা কাহিল। ফলে আকাশপথ,সড়ক-নৌপথ ও রেলপথ যোগাযোগে বিপর্যয় নেমে এসেছে। কোন ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। গত কয়েকদিন ধরে কুয়াশার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার নদী তীরবর্তী এলাকায় কোথাও কোথাও দৃষ্টিসীমা ১০ গজে নেমে আসে। সকালের দিকে বহু অঞ্চলে ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশা পড়ার দৃশ্যও অবলোকন করা গেছে। কুয়াশার কারণে দফায় দফায় বন্ধ থাকছে বিভিন্ন নৌপথ। অস্বস্তি সড়কপথেও। কুয়াশার কারণে টাঙ্গাইল-সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি চলছে ধীরগতিতে। এতে সেতুর দুই পাড়ে দেখা দিচ্ছে তীব্র যানজট। কুয়াশার কারণে গন্তব্যে যেতে দীর্ঘ সময় লাগছে। রেল চলাচলে শিডিউল বিঘ্নিত হচ্ছে। বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট উড্ডয়ন-অবতরণে সমস্যা চলছে। কুয়াশার বিরূপ প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নৌপথে। ফেরি চলাচল মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। লন্ডভন্ড হয়ে গেছে বিমানের শিডিউল।

Scroll to Top