বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

চরফ্যাশনের মেঘনায় ট্রলার ডুবি: শিশুর মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাসনের কুকরী-মুকরীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দশজন যাত্রীসহ একটি সবজিবাহী ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে।

এতে জুনায়েদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দশ যাত্রীর মধ্যে স্বপন (৩০) ও বিলকিস বেগম (৫০) নিখোঁজ রয়েছেন। এছাড়াও রোজিনা (২৫) জোবায়ের (২) কে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড।

রোববার (১৭ অক্টোবর) বেলা দেড়টার দিকে কুকরী-মুকরী থেকে কচ্ছপিয়া ঘাটে আসার সময় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে চর কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়রা জনোন, দুপুরের দিকে একটি ট্রলার চরপাতিলা থেকে শসা বোঝাই করে চর কচ্ছপিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রলারটি কিছুদূর গিয়ে মেঘনায় ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যায়। ট্রলারে ১০ জন যাত্রী ছিলো। তারা সবাই ট্রলার মালিকের আত্নীয়-স্বজন। ৭ জন উদ্ধার হলেও ২ জন নিখোঁজ রয়েছে। তবে ১ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌছেছে।

চরমানিকা আউটপোষ্ট কোষ্টগার্ড সূত্র জানায়, তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারনে নিখোঁজ দুই জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Scroll to Top