বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

চরফ‍্যাশনে ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন নির্বাহী ম‍্যাজিষ্ট্রট

নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার বিকেলে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে, ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে যমুনা ও সততা ব্রিকস নামক দুইটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

চরফ্যাশন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় পানির পাম্প ব্যবহার করে ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে।

সরকারের নিষিদ্ধ ঘোষিত অবৈধভাবে সনাতন পদ্ধতির অবৈধ ড্রাম চিমনীর ইটভাটা এবং অবৈধভাবে কাঠ পুড়িয়ে ইট তৈরী করার অপরাধে মেসার্স যমুনা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামক দুটি অবৈধ ইট ভাটার সকল কাচাঁ ইট ধ্বংস করা হয়েছে।

মেসার্স যমুনা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামের দুইটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে, ভোলা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, সরকারি আইনের পরিপন্থী হওয়ায় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ইটভাটা দুইটি পরিচালনা করবেন না মর্মে মালিকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। তবে ইটভাটার মালিকদের সাথে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা কেউ ফোন রিসিভ করেন নি।

Scroll to Top