বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

চরফ্যাসনে উন্নয়ন মেলায় দর্শনার্থীদের ভীড়

ভোলার চরফ্যাসনে উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভীড় দেখা গেছে। রবিবার (২৮ মার্চ) বিকালে ষ্টলগুলোতে ভীড় জমিয়েছে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের দর্শনার্থী।

চরফ্যাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা চলছে। শনিবার (২৭ মার্চ) থেকে এ উন্নয়ন মেলা শুরু হয়। প্রতিবছরের মতো চরফ্যাসন উপজেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ড সহ ৫৪টি ষ্টল রয়েছে এ উন্নয়ন মেলায়।

মেলায় চরফ্যাসন উপজেলায় বাস্তবায়িত এক যুগের উন্নয়নের তথ্য চিত্র তুলে ধরার পাশাপাশি নদী ভাঙ্গন রোধে বেড়িবাঁধ উন্নয়নসহ স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও ভূমি সেবায় ডিজিটালাইজেশন সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে প্রতি ষ্টলে।

পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড ভোলা -২ এর বাস্তবায়নে চরফ্যাসন উপজেলাবাসীকে নদী ভাঙ্গন রোধে প্রায় ৩০কিলোমিটার নদী তীরে সিসি ব্লক/জিও ব্যাগ স্থাপন সহ প্রায় ২৫ কিলোমিটার ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে।

এছাড়াও পর্যটন নগর কুকরি- মুকরি ইউনিয়নকে বেড়িবাঁধ নির্মাণ এবং বর্তমানে ৬ট স্লুইসগেট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়িত কাজগুলোর স্থির চিত্র ও ভিডিও ডকুমেন্টস প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হচ্ছে।

চরফ্যাসন উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড (সহকারী কশিনার ভূমি) রিপন বিশ্বাস জানান, ভূমি অফিসের মাধ্যমে চরফ্যাসন উপজেলা বাসীকে ডিজিটাল খতিয়ান সহ জমির কর পরিশোধ কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে। এছাড়াও তথ্য সেবায় ভূমি অফিসে মুজিব ডেস্ক কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়াও ভূমি অফিসের মাধ্যমে অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ সহ উন্নয়ন সেবাগুলো প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ নেতৃবৃন্দ।

Scroll to Top