বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

চাঁদের উদ্দেশে যাত্রা করল ‘আর্টেমিস-১’

আন্তর্জাতিক ডেস্ক
চাঁদে মানুষ পাঠানোর বহুল প্রতিক্ষীত কর্মসূচির অংশ হিসেবে নভোচারীবিহীন আর্টেমিস-ওয়ান রকেটের সফল উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। তৃতীয় দফার প্রচেষ্টায় গতকাল বুধবার খুব ভোরে রকেটের উৎক্ষেপণ সফল হয়। সিএনএন, বিবিসি।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে এটি একটি ঐতিহাসিক সাফল্য। এর আগে ১৯৬৯ সালে ‘অ্যাপোলো-১১’ মিশনে প্রথম চাঁদে মানুষ পাঠানো হয়েছিল। নাসার সেই অভিযানে চাঁদে পা রেখেছিলেন নিল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন । ১৯৭২ সালে নাসার মহাকাশযান ‘অ্যাপোলো-১৭’ মহাকাশচারী জেন সারনানকে নিয়ে নেমেছিল চাঁদে। সেই ঘটনার অর্ধশতক পূর্তিতে আবার চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্য নিয়েছে নাসা।

নাসার চাঁদে মানুষ পাঠানোর এই ‘মিশন’ সম্পন্ন হবে তিনটি ধাপে। প্রথম ধাপ ‘আর্টেমিস-ওয়ান’। এটি যাত্রীবিহীন অভিযান । যার মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট গুলো চিহ্নিত করা। একই পরীক্ষা হবে মিশনের দ্বিতীয় ধাপেও। তা সফল হলে তৃতীয় ধাপের অভিযানে চাঁদে পাড়ি দেবে মানুষ ।

Scroll to Top