বাংলার আয়না

চীনে কারখানায় আগুন, ৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
চীনের আনইয়াংয়ে একটি কারখানায় আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ৩৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুইজন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল সোমবার (২১ নভেম্বর) কারখানায় আগুন লাগে। এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা সময় লেগেছে।

চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এই কারখানায় আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানায় আগুন লাগার পেছনে হাত আছে এমন সন্দেহজনক অপরাধীকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে দেশটির কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি।

দেশটির রাস্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০ জন উদ্ধারকর্মী ও ৬০ জন দমকলকর্মী আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।

Scroll to Top