বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

চীনে ১৩২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ চীনের কুনমিং শহর থেকে গুয়াংজু যাওয়ার সময় ১৩২ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে। বিমানটি চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের (৬০০১১৫.এসএস)। বিবিসি, আলজাজিরা, রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত বিমানটি একটি বোয়িং ৭৩৭।

সোমবার (২১ মার্চ) চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের একটি বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৩২ জন যাত্রী ও ক্রু ছিল। বিধ্বস্ত বিমানের আরোহীদের কারও বেঁচে থাকার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে গুয়াংশি এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিমানে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।

ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন ধরে যায়। আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে আনা গেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

Scroll to Top