বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গা জেলায় শৈত্য প্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৭৪ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান গণমাধমকে জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কয়েকদিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। শৈত্য প্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়া কয়েক দিন চলবে।

Scroll to Top