বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

জনসভা কাল: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম। বিগত ১৩ বছরে এখানে হাজার হাজার কোটি টাকার যে উন্নয়ন হয়েছে তার প্রতিদান জনসভায় উপস্থিত হয়ে দিতে উন্মুখ হয়ে আছেন চট্টগ্রামবাসী। স্মরণকালের সর্ববৃহৎ ও ঐতিহাসিক জনসভার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হবে।

আগামীকালের জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সকালে সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে জনসভা শহরের কয়েক কিলোমিটারজুড়ে বিস্তৃত হতে পারে। তাই মাঠের বাইরেও কয়েকশ’ মাইক লাগানোর পাশাপাশি পথে পথে এলইডি প্যানেল স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখানো হবে।

সংবাদ সম্মেলনে হুইপ ও আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

Scroll to Top