বাংলার আয়না

জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর চেমসফোর্ডে

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর এখন চেমসফোর্ডে। সোমবার ১ মে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টা নাগাদ চেমসফোর্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর।

বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম চেমসফোর্ড থেকে সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশ সময় রাত ৮টার কিছু পরে চেমসফোর্ড এসে পৌঁছেছি।

রাবিদ জানান, লন্ডনের হিথ্রো কিংবা গ্যাটউইক বিমান বন্দরে নয়, চেমসফোর্ডের কাছাকছি এক স্থানীয় এয়ারপোর্টে বাংলাদেশ দলের বিমান অবতরণ করেছে। সেখান থেকে চেমসফোর্ড টিম হোটেল ‘ডাউন হল স্পা অ্যান্ড রিসোর্ট’ মাত্র আধাঘন্টার পথ। টিম বাসে করে ক্রিকেটার ও কোচিং, সাপোর্টিং স্টাফদের প্রথমভাগ সরাসরি টিম হোটেলে গিয়ে উঠেছেন।

রাবিদ আরও জানান, বাংলাদেশ দলের দ্বিতীয় বহর বাংলাদেশ সময় সোমবার রাত ১২টার দিকে চেমসফোর্ড এসে পৌঁছাবে।

বাংলাদেশ দল যেখানে উঠেছে, সেখানকার তাপমাত্রাও বেশ সহনীয়। বর্তমানে সেখানে ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে জাতীয় দলের মূল অংশ লন্ডন যাত্রা করলেও আইপিএল খেলা দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমানই শুধু যাননি। এর মধ্যে লিটন দাস যাবেন আজ মঙ্গলবার, দিবাগত রাত ১টা ৪০ মিনিটে।

তবে মোস্তাফিজের লন্ডন যাওয়া নিয়ে দু’রকম কথা শোনা যাচ্ছে। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ বিকেলে জানান, মোস্তাফিজের ৫ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

Scroll to Top