বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান তিনি।

ওই সময় শহীদদের স্মরণে বেদির পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

জানা গেছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।

এর আগে একই দিন বেলা ১১টার কিছু আগে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল এ সময় তাকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন তিনি।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাতে গুলশানের বাসভবন ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে ওঠেন মো. সাহাবুদ্দিন। একই দিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Scroll to Top