বাংলার আয়না

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফরের প্রথম ধাপে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে বহনকারী ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওই সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে। একই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ত্রিদেশীয় সফরে সকাল ৭টা ৫৬ মিনিটের দিকে সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ে। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীর এই সফরে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা। সফরকালে আগামীকাল বুধবার (২৬ এপ্রিল) জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে চুক্তি স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে ওই বৈঠক শেষ হবে।

সবশেষ ১৫ দিনের সফর শেষে আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Scroll to Top