বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

জাভায় জেগে উঠেছে মাউন্ট সেমেরু, সর্বোচ্চ সতর্কতা জারি

বিবিসি
ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট সেমেরুর জ্বালামুখ দিয়ে উত্তপ্ত ছাই বেরিয়ে আকাশ ছেঁয়ে যাচ্ছে। দেশটির প্রধান দ্বীপ জাভায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যার অর্থই হলো পরিস্থিতি আরো খারাপ হবে। যেকোনো সময় উত্তপ্ত লাভা উদিগরণ শুরু হতে পারে আশঙ্কায় মাউন্ট সেমেরুর আশপাশের গ্রামগুলো থেকে প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও জনগণকে পর্বতটি থেকে অন্তত আট কিলোমিটার দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। সতর্কতা তিন থেকে চার মাত্রায় উন্নিত করার অর্থ অগ্ন্যুৎপাতে লোকজনের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হতে পারে। মাউন্ট সেমেরুতে এর আগের বার উদ্গীরণের কারণে একটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সেতুটি পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জ্বালামুখ থেকে বেরিয়ে আসা ছাই বৃষ্টির পানির সঙ্গে মিশে আশপাশের গ্রামগুলো কাদায় ঢেকে দিচ্ছে। অন্তত ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

Scroll to Top