বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

টইটম্বুর কর্ণফুলী: ‘সর্বোচ্চ’ বিদ্যুৎ উৎপাদন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির কারণে কাপ্তাই হ্রদ এখন টইটম্বুর; আর এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বছরের সর্বোচ্চ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বলেন, “এক মাস আগেও কাপ্তাই হ্রদে পানির সংকটে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দৈনিক মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াটে নেমে এসেছিল। পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

“শনিবার এই উৎপাদন ছিল ২০১ মেগাওয়াট। এভাবে চলতে থাকলে সর্বোচ্চ সক্ষমতায়ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।”

এই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ২৩৫ মেগাওয়াট।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২ দশমিক ৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৬ ফুট এমএসএল রয়েছে।

১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩, ৪ ও ৫ ইউনিট থেকে সর্বোচ্চ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এর আগে, ২০২১ সালে কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ১০৬ দশমিক ৬৯ ফুট এমএসএল এবং ২০২২ সালে ছিল ৯৮ দশমিক ৬২ ফুট এমএসএল।

Scroll to Top