বাংলার আয়না

টানা চারবার শিরোপা জয়ের প্রথম কীর্তি গড়েছে কিংস

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস এএফসি কাপের গত তিন আসরে গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি।

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের একচ্ছত্র আধিপত্য। তাদের ধারেকাছে নেই কোনো দল। কিন্তু দেশের গণ্ডি পেরুলেই হতাশা সঙ্গী হয় তাদের। ব্যর্থতার সেই বৃত্ত এবার ভাঙতে মরিয়া দলটির কোচ অস্কার ব্রুসন।

২০১৮-১৯ মৌসুমে শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথম পা রাখা কিংসের। শুক্রবার শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোলে হারিয়ে পেশাদার লিগে তো বটেই, স্বাধীন বাংলাদেশের ফুটবল ইতিহাসে শীর্ষ লিগে টানা চারবার শিরোপা জয়ের প্রথম কীর্তি গড়েছে কিংস।

Scroll to Top