বাংলার আয়না

ঢাকায় এসে ভালো লাগছে: নোরা

বিনোদন প্রতিবেদক
নোরা ফতেহিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা নাটকীয়তা চলছিল। তবে অবশেষে ঢাকায় এসেছেন তিনি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নোরা।

এই সফরে তিনি অংশ নেন উইমেন লিডারশিপ কর্পোরেশনের একটি আয়োজনে। নোরার ঢাকায় আসার খবরটি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির ফেসবুকে দুটি ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যায় গোলাপি রঙের হুডি ও ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন নোরা ফাতেহি।

ঢাকায় পা রেখে উচ্ছ্বসিত নোরা বলেন, ‘ফাইনালি ঢাকায় এসে ভালো লাগছে। আশা করছি দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারবো এদেশের দর্শকদের সঙ্গে।’ এরপর গতকাল সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় নোরাকে ঘিরে জমকালো আয়োজন। যেটাকে গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড প্রদান ও একটি তথ্যচিত্রের শুটিং বলে দাবি ছিল আয়োজক স্বর্ণা মারিয়া মৃত্তিকের।

Scroll to Top