ফারিহা তাবাসসুম
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন আজ। এতে অংশ নিচ্ছেন ৩০,৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। সদ্য গ্র্যাজুয়েটদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. জেন তিরল।
ঢাবির সমাবর্তন উদ্যাপন উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞানবিজ্ঞানের নিবিড় চর্চা এবং আর্থসামাজিক উন্নয়নে ও জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কলাভবন, কার্জন হল ও মল চত্বরে সরেজমিনে দেখা যায়, জটলা বেঁধে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছেন। আবার কেউ দলীয়, একক বা মা-বাবার সঙ্গে ছবি তুলে বিশ্ববিদ্যালয় জীবনকে স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে মোট ৫২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। আজ প্রফেসর ড. জেন তিরলকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদানের মাধ্যমে এ সংখ্যা দাঁড়াবে ৫৩ জনে।