বাংলার আয়না

৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

তাজিকিস্তানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
তাজিকিস্তানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ৮ টা ১৭ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। চায়ানা আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

সিসিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চীনের সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। শিনজিয়াং অঞ্চলের কাশগর এবং আরতুস্কে এর জোরালো কম্পন অনূভূত হয়।

এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় বিধবংসী ভূমিকম্পে আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

 

Scroll to Top