বাংলার আয়না

তিন দিনের ছুটি: সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড়

রাঙামাটি সংবাদদাতা
টানা তিন দিনের সরকারি ছুটিতে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকদের উপচেপড়া ভিড় জমেছে। ছুটির অবকাশে সেখানে পাড়ি জমিয়েছেন হাজার হাজার পর্যটক। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮শ ফুট উচ্চতার মেঘেছোঁয়া সাজেক পাহাড় মুখর হয়ে উঠেছে অগণিত পর্যটকের পদচারণায়।

কংলাক পাহাড়, ঐতিহ্যবাহী লুসাই ভিলেজ আর পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকানো শুভ্র-সাদা মেঘের মিতালি প্রতিনিয়তই কাছে টানছে পর্যটকদের।

সাজেক পর্যটন কেন্দ্রে স্থাপিত শতাধিক রিসোর্ট ও কটেজ শতভাগ বুকিং হয়ে গেছে। এছাড়া রুম না পেয়ে বিপাকে পড়েছেন সাজেকে বেড়াতে যাওয়া বহু পর্যটক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছেন।

Scroll to Top