নিজস্ব প্রতিবেদক
ভবিষ্যতে বন্যা কিংবা প্রাকৃতিক বিপর্যয় কবলিত এলাকা বাদ রেখে পাবলিক পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর সিলেটে বন্যার কারণে এসএসসি পরীক্ষা পেছানোর প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীবার থেকে যদি কোথাও এ ধরনের কোনো প্রাকৃতিক বা অন্যান্য বিপর্যয়ের কারণে, কোনো একটা বা দুটো জায়গায় বা কিছু জায়গায় পরীক্ষা সময়মতো নেওয়া সম্ভব না হয়, শুধু সেখানকার পরীক্ষা স্থগিত রেখে, বাকি দেশে পরীক্ষা সময়মতো চলবে, তাদের পরীক্ষাটা আমরা উপযুক্ত সময়ে নিয়ে নেব।”
দেশে সাধারণত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনাভাইরাস মহামারীর কারণে পুরো শিক্ষাসূচি পাল্টে যাওয়ায় গত বছর সাড়ে আট মাস পিছিয়ে নভেম্বরে এ পরীক্ষা নেয় সরকার।
সোমবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলন করেন দীপু মনি।