ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের শেষ হাসিটা হাসল শ্রীলঙ্কা। রবিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপা জয় করেছে দানুশ শানাকার দল। এশিয়া কাপ ২০২২ এর চ্যাম্পিয়ন তারা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হার ছাড়া অন্য সব ম্যাচেই জয় পেয়েছে সিংহের দলের। এ নিয়ে ষষ্ঠবারের মত এশিয়ার সেরা মুকুট নিজেদের করে নিলো শ্রীলঙ্কা।
রবিবার দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। এদিন টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাবর আযম। অধিনায়কের সিদ্ধান্তকে প্রথমে ভুল প্রমাণ করেননি পাকিস্তানি বোলাররা। তবে ভানুকা রাজাপাকসে আর হাসরাঙ্গা ডি সিল্ভা মিলে শুরুর চাপ সামলে ১৭০ রানের বড় সংগ্রহ এনে দেয় শ্রীলঙ্কাকে। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান ঘূর্নীতে সব উইকেট হারিয়ে ১৪৭ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। এতে ২৩ রানের জয় পায় শানাকার দল।