ক্রীড়া প্রতিবেদক
ফ্রান্সের প্যারিসে আগামী বছর বসতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আসন্ন অলিম্পিককে ঘিরে তৈরি হয়েছে নানা জটিলতা। বিবিসি।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুমোদন দেয়ার পরিকল্পনা যৌথভাবে প্রত্যাখ্যান করেছিল পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া।
আসন্ন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে খেলার সুযোগ দেয়া হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ অন্তত ৪০টি দেশ অংশ নিবে না বলে জানিয়েছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্নিজুক।
কামিল বোর্নিজুক বলেন, ‘আইওসির ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বৈঠকের আগে সংস্থাটির পরিকল্পনা ঠেকাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৪০টি দেশ নিয়ে একটি জোট গঠন করা সম্ভব।’
তিনি আরও বলেন, জোট গঠনের বিষয়টি বিবেচনা করে আমি মনে করি, অলিম্পিকের আগে আমরা কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবো না। যদি আমরা অলিম্পিক বয়কট করি, তবে আমাদের জোট ২০২৪ অলিম্পিককে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট।