নিজস্ব প্রতিবেদক
দু’দিন বিরতি দিয়ে চতুর্থ দফায় রোববার থেকে ফের সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি।
তৃতীয় দফার অবরোধ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চলবে।চলমান তৃতীয় দফার অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে শুক্রবার সকাল ৬টায়।
সরকার পতনের ‘এক দফা’ দাবিসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এর আগে তিন দফায় সাত দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। তাদের সঙ্গে সমমনা দল ও জোট এবং জামায়াত পৃথকভাবে একই কর্মসূচি পালন করে। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর ওই দিনের সমাবেশ মাঝপথে পণ্ড হওয়ার পরদিন এক দিনের সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছিল দলটি।
বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে অজ্ঞাত স্থান থেকে আগের কর্মসূচিগুলোর মত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।
অবরোধের পাশাপাশি শুক্রবার নিহত নেতাকর্মীসহ পোশাক খাতের নিহত শ্রমিকদের জন্য দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।