বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

বানিয়াচংয়ে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল ৬টায় ঝড় ও বজ্রপাত শুরু হলে উপজেলার ২টি ইউনিয়নের ৩ জন বজ্রাঘাতে মারা যান।

মৃতরা ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লা গ্রামের আক্কল আলীর ছেলে স্কুল ছাত্র মো. হোসাইন (১২)। ঘটনার সময় সে হাওরে ঘাস কাটতে গিয়েছিলো। একই ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে স্কুল ছাত্রী ঝুমা বেগম(১২)। ঘটনার সময় সে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিল। মৃত অপরজন ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৬)। ঘটনার সময় সে হাওর থেকে ধান কেটে বাড়িতে ফেরার সময় বজ্রাঘাতে মারা গেছে। তারা তিনজনই বজ্রাঘাতের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।

Scroll to Top