বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

বিয়ের প্রথম দিনেই রাইফেল হাতে দেশরক্ষায় ইউক্রেনীয় দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার হামলা শুরুর কয়েক ঘণ্টা পরেই বিয়ে করেন ইউক্রেনের নাগরিক ইয়ারিনা এরিয়েভা ও স্যাভিয়াতোস্লাভ ফুরসিন। কিন্তু এই দম্পতি বিয়ের প্রথম দিনেই হাতে তুলে নেন রাইফেল। নামেন দেশরক্ষায়।

মে মাসে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দেশের এ অবস্থার মধ্যে নিজেদের ভবিষ্যত নিয়ে নিশ্চিত ছিলেন না তারা। ফলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে আসেন। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

এরিয়েভা ও ফুরসিন উভয়ই টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি শাখা এবং বেশিরভাগ স্বেচ্ছাসেবী নিয়ে গঠিত। বিয়ের পর অস্ত্র নিয়ে এই দম্পতি তাদের রাজনৈতিক দল ইউরোপীয় সলিডারিটির কার্যালয়ের দিকে রওনা হন।

এরিয়েভা বলেন, ‘এ মুহূর্তে আমরা এখানে আছি, যা করতে পারি তা করছি। সুতরাং অনেক কাজ করার আছে। কিন্তু তারপরও আমি আশা করি, সবকিছু ঠিক হয়ে যাবে।’

‘কিছু বেসামরিক নাগরিক যারা প্রতিরক্ষা বাহিনীর অংশ নন তাদেরও রাইফেল দেয়া হয়েছে’, যোগ করেন তিনি।

Scroll to Top