ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনিপ্রয় আসরটি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মরুভূমির দেশটি।
কাতার বিশ্বকাপে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এবার বিতর্কে জড়াল দোহার একটি পার্ক। সেখানে আসনের তুলনায় বেশি দর্শক ঢুকে পড়ায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামলায় পুলিশ।
রোববার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হয় ইকুয়েডর। সেই ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় ইকুয়েডর।
উদ্বোধনী ম্যাচের দিনে দোহারের আলি বিদ্দা পার্কে ‘ফ্যান ফেস্টিভ্যালে’ জড়ো হয়েছিলেন দর্শকরা। সেই পার্কে ৪০ হাজার দর্শকের বসার জায়গা রয়েছে। কিন্তু তার প্রায় দ্বিগুণ দর্শক ঢুকে পড়েছিলেন সেখানে। ফলে ধাক্কাধাক্কি শুরু হয়। অনেকে মাটিতে পড়ে যান। পিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।
পরিস্থিতি সামলাতে লাঠিচার্য করতে হয় পুলিশকে। ভিতর থেকে দর্শকদের সাবধানে বাইরে বের করেন পুলিশ কর্মীরা। প্রায় ৪৫ মিনিট পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিশ্বকাপের শুরুতেই এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন দর্শকরা। যাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা ছিল তারা তুলনামূলক বেশি ভয় পেয়েছেন। দর্শকদের অভিযোগ বেশি দর্শক ঢুকতে দেওয়ায় এমন পরিস্থিতি হয়েছে।