বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

বিশ্ব হাঁপানি দিবস আজ : বেড়েছে রোগ, কমেছে মত্যু

নিজস্ব প্রতিবেদক
আজকাল বুধবার ৫ মে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (গিনা) বিশ্ব হাঁপানি দিবস পালন করছে। বাংলাদেশ এর সদস্য হওয়ায় দেশেও হাঁপানি দিবস পালিত হচ্ছে। গিনা জানিয়েছে, বিশ্বে প্রায় ৩৪ কোটি হাঁপানি রোগী রয়েছে। এ ছাড়া গ্লোবাল অ্যাজমা নেটওয়ার্ক বলছে, সারা বিশ্বে হাঁপানির কারণে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষ মারা যায়।
বাংলাদেশেও হাঁপানি রোগ বাড়ছে। ‘ন্যাশনাল অ্যাজমা প্রিভিলেন্স সার্ভে’ ১৯৯৯ সালের তথ্য অনুযায়ী, তখন রোগী ছিল ৭০ লাখ। সর্বশেষ জরিপ হয় ২০১০ সালে। দুই দশক আগে রোগীর সংখ্যা যেখানে ছিল ৭০ লাখ, তা বেড়ে এখন কোটির ওপরে। তবে হাঁপানিতে মৃতের সংখ্যা কমেছে। নগরায়ণ, পরিবেশদূষণের মাত্রা বাড়ায় মানুষের মধ্যে হাঁপানি রোগটিও বাড়ছে।

Scroll to Top