বাংলার আয়না

বুড়িমারী বন্দরে বিপুল দুই টাকার নোট জব্দ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার জব্দ করা হয়েছে। এতে মোট ১ লাখ টাকার সমপরিমাণ নতুন নোট রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের নিরাপত্তা প্রহরীরা খোলা ইয়ার্ড থেকে এসব নোট জব্দ করেন। পরে বন্দর কর্তৃপক্ষকে খবর দেন প্রহরীরা।

খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ বুড়িমারী চেকপোস্ট বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা নোটগুলো জব্দ করে। নোটগুলো কোনো এক চক্র মাদক সেবনের উদ্দেশ্যে কিংবা নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে বন্দরে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। পরে তল্লাশির খবর পেয়ে নোটগুলো রেখে পালিয়ে যায় তারা।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে।

বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন, পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্টে তল্লাশি করছিল বিজিবি। এক পর্যায়ে বন্দর ইয়ার্ড থেকে খবর আসে পরিত্যক্ত অবস্থায় নতুন নোট উদ্ধার করেছে নিরাপত্তা প্রহরীরা। পরে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি নতুন দুই টাকার নোটগুলো জব্দ করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Scroll to Top